মালদা

মার্কেটের জল নিকাসের ব্যাবসার দাবি নিয়ে পথ অবরোধ করল মার্কেট কমিটির সদস্যরা

বাজারের জল নিকাসের ব্যাবসার দাবি নিয়ে পথ অবরোধ করল মঙ্গলবাড়ি রাজীব গান্ধী মিউনিসিপ্যাল মার্কেট কমিটির সদস্যরা। তাদের দাবি প্রায় প্রতি বছর বর্ষায় তাদের মার্কেট জলমগ্ন হয়ে যায়। প্রতি বারের ন্যায় এবছরও বর্ষায় আবার জলমগ্ন হয়ে পড়েছে পুরো মার্কেট। এর ফলে তাদেরকে বন্ধ রাখতে হচ্ছে দোকান পাঠ। যার কারনে তাদের ব্যাবসার ক্ষতি হচ্ছে। রোজগার না থাকায় সমস্যায় পড়েছে তারা।  তাদের অভিযোগ বার বার পৌরসভাকে জানানোর পরেও তারা কোন পদক্ষেপ নেয়নি। তাই আজ বাধ্য হয়ে তারা পথে নেমেছে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পুরাতন মালদার চেয়ারম্যান এসে তাদের সাথে কথা বলবে না ততক্ষণ তারা পথ অবরোধ তুলবে না। এই পথ অবরোধের কারনে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পরে ৩৪ নম্বর জাতীয় সড়কের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ ও পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি ঘটনাস্থলে মার্কেট কমিটির সদস্যদের সাথে কথা বলে তাদেরকে আশ্বাস দেন খুব তাড়াতাড়ি এই মার্কেটের জল নিকাসের ব্যাবসা একেবারে পাকাপুক্ত ভাবে করা হবে। এরপর পথ অবরোধকারিরা অবরোধ তুলে নেয়।